বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন বলেছেন, উন্নয়ন চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে দলীয় মনোনীত প্রার্থীকে। কারণ নৌকা প্রতীক হলো উন্নয়নের প্রতীক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তাই তৃণমূলের সকল ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে হলে ভোটারদেরও দায়িত্ব রয়েছে। তিনি আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠেয় পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোটেক এসএম আসিফ শামস রঞ্জনকে ভোট দেয়ার আহবান জানান।
পাবনার বেড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে স্থানীয় পাইলট বিবি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এক মহিলা পথসমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এসএম আসিফ শামস রঞ্জন বলেন, ভোটারদের মূল্যবান ভোটে আমি মেয়রপদে নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থাকবো। আধুনিক পৌরসভা গড়তে যা যা প্রয়োজন সব নিশ্চিত করা হবে।
আসন্ন ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে এই মহিলা পথসমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর মহিলা আওয়ামীলীগ।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুষমা রানী সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শায়লা শারমিন ইতির পরিচালনায় পথসমাবেশে বিশেষ বক্তা ছিলেন কেন্দীয় মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক ও সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও বেড়া পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এসএম আসিফ শামস রঞ্জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলালীগের সহসভাপতি আজিজা খানম কেয়া, যুগ্ম সম্পাদক শিরীন রুখসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, শেখ আনার কলি পুতুল, পাবনা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখাসহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।
প্রিন্ট