রোববার (২৭ ডিসেম্ববর) দুপুর ২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রে নিয়ে যায়।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রথম ধাপের পৌর নির্বাচন হবে ইভিএম-এ। সেকারণে ইতিমধ্যে আমরা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের মাঝে ভোটদানের পদ্ধতি হাতে কলমে দেখিয়ে দেয়া হয়েছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সৈকত ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত র্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিন্ট