ঢাকা , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পঞ্চপল্লীতে দুই সহোদর হত্যার বিচারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল, আহত-১৫ Logo জাতীয় অপরাজিতা পুরস্কার লাভ করেন নলছিটির নাজনীন আক্তার নিপা Logo নাটোরের সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলার চেয়ারম্যান হলেন দেলোয়ার হোসেন পাশা Logo চরভদ্রাশন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ Logo “আমরা আমতলীবাসী” সংগঠনের উদ্যোগে স্যালাইন, শরবত ও ঠান্ডা পানি বিতরণ Logo তীব্র তাপপ্রবাহে গোয়ালন্দে বাড়ছে শ্বাসকষ্ট-ডায়রিয়া রোগীর সংখ্যা Logo বোয়ালমারীতে ৫ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস Logo তীব্র তাপদাহে গোপালগঞ্জ পুলিশের মানবিক কর্মসূচি বাস্তবায়ন Logo কুষ্টিয়ার সীমান্তবর্তী বৃহৎ উপজেলা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা Logo নাটোরে বাগাতিপাড়ায় কয়েলের আগুনে গবাদিপশু সহ ঘর পুড়ে ছাই
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চাটমোহরে পৌরসভা নির্বাচন : কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম

প্রথম ধাপে আগামীকাল ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৭ ডিসেম্ববর) দুপুর ২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রে নিয়ে যায়।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রথম ধাপের পৌর নির্বাচন হবে ইভিএম-এ। সেকারণে ইতিমধ্যে আমরা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের মাঝে ভোটদানের পদ্ধতি হাতে কলমে দেখিয়ে দেয়া হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সৈকত ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পঞ্চপল্লীতে দুই সহোদর হত্যার বিচারের দাবিতে মধুখালীতে বিক্ষোভ মিছিল, আহত-১৫

error: Content is protected !!

চাটমোহরে পৌরসভা নির্বাচন : কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
প্রথম ধাপে আগামীকাল ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৭ ডিসেম্ববর) দুপুর ২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রে নিয়ে যায়।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রথম ধাপের পৌর নির্বাচন হবে ইভিএম-এ। সেকারণে ইতিমধ্যে আমরা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের মাঝে ভোটদানের পদ্ধতি হাতে কলমে দেখিয়ে দেয়া হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সৈকত ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।