পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নেআওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামকে (নৌকা প্রতীক) নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশ দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট তানজিনা খাতুন।
শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে গুনাইগাছা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে একটি ধানের খোলায় নৌকার প্রার্থী মোঃ নুরুল ইসলাম নৌকার পক্ষে এক সভার আয়োজন করেন।
এ উপলক্ষে আগতদের আপ্যায়নের জন্য খিচুরির ব্যবস্থাও করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন। রাত ৮টার পর কোন সভা,সমাবেশ না করার জন্য বলেন।
এ বিষয়ে নৌকার প্রার্থী মোঃ নুরুল ইসলাম বলেন,প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠকের অংশ হিসেবে এখানে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল। নির্বাচনী আচরণবিধি পরিপন্থি কোন কাজ করা হয়নি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেনবিষয়টি তার নজরে আসলে তিনি আচরণবিধি মেনে চলার কথা বলেছেন।
প্রিন্ট