ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শালিখায় ৩জন ফেনসিডিলসহ আটক

মাগুরা শালিখায় অভিযান চালিয়ে ১২বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শালিখা থানার পুলিশ জানান মোটরসাইকেলে ফেনসিডিল বহন করার সময় তাদের কে আটক করা হয়।

শালিখা থানার পুলিশ পরিদর্শক এস আই আশিক মালাকার জানান, এ এস আই রিপন সহ সঙ্গীও ফোর্স নিয়ে ৯-১১-২০২১ইং সোমবার ভোরে শালিখা থানার বুনাগাতী- বাউলিয়া এলাকায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করছিলাম এ-সময় একটি মোটরসাইকেল আসতে দেখে গতিরোধ করার চেষ্টা করি কিন্তু মোটরসাইকেলটি গতিপথ বদলানোর চেষ্টা করে এসময় সন্দেহ হয়।

পরে তাদের কাছ থেকে ব্যাগে থাকা ১২বোতল ফেনসিডিলসহ ৩জন কে আটক করে আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি( যশোর-ল-১১-৬৩২৬)লাল রং পুরাতন পালসার-১৫০ সিসি জব্দ করা হয়।

আটককৃতরা হলেনঃজুম্মন শেখ(৩০) পিতাঃবাশার শেখ,পাল্লা বেলতলা,থানা+জেলা-মাগুরা,রিয়াজুল গাজী(২৬)পিতাঃমৃত-মজীদ গাজী, বেনাপোল যশোর,সুমন মিয়া(৩৫)পিতাঃমৃত-হামিদ মিয়া, থানা+জেলা -গোপালগঞ্জ। এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস বলেন এরা পেশাদার মাদক কারবারি।

সে বেশ কিছুদিন ধরে আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

শালিখায় ৩জন ফেনসিডিলসহ আটক

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
সময়ের প্রত্যাশা ডেস্ক : :

মাগুরা শালিখায় অভিযান চালিয়ে ১২বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক কারবারিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শালিখা থানার পুলিশ জানান মোটরসাইকেলে ফেনসিডিল বহন করার সময় তাদের কে আটক করা হয়।

শালিখা থানার পুলিশ পরিদর্শক এস আই আশিক মালাকার জানান, এ এস আই রিপন সহ সঙ্গীও ফোর্স নিয়ে ৯-১১-২০২১ইং সোমবার ভোরে শালিখা থানার বুনাগাতী- বাউলিয়া এলাকায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করছিলাম এ-সময় একটি মোটরসাইকেল আসতে দেখে গতিরোধ করার চেষ্টা করি কিন্তু মোটরসাইকেলটি গতিপথ বদলানোর চেষ্টা করে এসময় সন্দেহ হয়।

পরে তাদের কাছ থেকে ব্যাগে থাকা ১২বোতল ফেনসিডিলসহ ৩জন কে আটক করে আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি( যশোর-ল-১১-৬৩২৬)লাল রং পুরাতন পালসার-১৫০ সিসি জব্দ করা হয়।

আটককৃতরা হলেনঃজুম্মন শেখ(৩০) পিতাঃবাশার শেখ,পাল্লা বেলতলা,থানা+জেলা-মাগুরা,রিয়াজুল গাজী(২৬)পিতাঃমৃত-মজীদ গাজী, বেনাপোল যশোর,সুমন মিয়া(৩৫)পিতাঃমৃত-হামিদ মিয়া, থানা+জেলা -গোপালগঞ্জ। এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস বলেন এরা পেশাদার মাদক কারবারি।

সে বেশ কিছুদিন ধরে আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


প্রিন্ট