ফরিদপুরের বোয়ালমারীতে ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী। মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের সাতৈর বাজারের মের্সাস হাজেরা ক্রোকারিজ এন্ড ইলেকট্রনিক টিভি ফ্রিজ শো-রুমের পাইকারি ও খুচরা ব্যবসায়ী মোঃ আল আমিন (২৬)।
গত শনিবার (০৬.১১.২১) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী বাজারের দোকান থেকে ১ লাখ ৯৫ হাজার বাকি টাকা উত্তোলন করে। তখন তারা হাজেরা ক্রোকারিজ এন্ড ইলেকট্রনিক টিভি ফ্রিজের শো- রুমে ব্যবসায়ী আল আমিন ও তার বন্ধু এস এম রাকিবুল হোসেন সৈকত সাতৈর বাজারে নিজস্ব শো রুমে আসার পথে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতকারী ছিনতাইকারীরা বোয়ালমারী পৌরসভার ঠাকুরপুর বাজারের পাশে আব্দুস শুকুর শেখ-এর ইট ভাটার কাছে ফাঁকা রাস্তার উপর মোটরসাইকেল গতিরোধ করে ৬-৭ জন ছিনতাইকারীরা ।
পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীদের কাছে থাকা নগদ ১ লাখ ৯৫ টাকা ছিনতাই করে। পরে ব্যবসায়ীদের কাছে থাকা (আর ওয়ান ফাইভ মডেলের মোটরসাইকেল) (R15 Version-3) নেয়ার চেষ্টা করলে ছিন্তাইকারীদের সাথে ধস্তাধস্তি হয়। তখন ছিনতাইকারীরা লোহার রড দিয়ে আল আমিন নামের ওই ব্যবসায়ীকে মাথায় আঘাত করলে তা কানে লাগে। এতে করে তার বাম কানের পর্দা ফেটে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হসপিটালে রেফার্ড করান।
এ নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী দৈনিক সময়ের প্রত্যাশাকে বলেন, আমি গত ১০ বছর ধরে আমি টিভি, ফ্রিজ, গ্যাসের চুলা পাইকারী বিক্রি করে আসছি। তবে কোনদিন এমন ছিনতাইয়ের কবলে পড়িনি। আমার কাছে থাকা পৌনে দুইলাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। তবে এসময় আমি দুই জন ছিনতাইকারীকে সনাক্ত করতে পেরেছি। তারা হলো, বোয়ালমারী কামারগ্রামের গিয়াসউদ্দিন মৃধার ছেলে ছিনতাইকারী রুবেল মৃধা (৩২) ও একই উপজেলার দক্ষিণ কামারগ্রামের আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৮)।
এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক মুহাম্মাদ আক্কাস আলী শেখ বলেন, মঙ্গলবার রাতে আল আমিন নামের একজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ বিষয়ে তদন্ত করে সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট