কুষ্টিয়া খোকসায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এর প্রতিপাদ্য কে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। সমবায় দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক । বক্তারা বলেন আগামীতে উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে দক্ষ সমবায় সমিতি গড়ে তুলতে হবে। সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এগিয়ে নিতে হবে। সভার শুরুতে উপজেলা সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে অতিথি ও সমবায়ীদের মাঝে মাক্স বিতরণ করা হয়।
প্রিন্ট