বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যে চাটমোহর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার(৬ নভেম্বর) উদযাপিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস।এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ইউএনও মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক সুরঞ্জিত চ্যাটার্জী।
আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন, সমবায়ী মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তরা সমবায়ের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন তরান্বিত করতে ও অনিবন্ধিত সমবায় সমিতির নামে সুদের ব্যাবসা বন্ধের ব্যাবস্থা গ্রহনের অহবান জানান।।
প্রিন্ট