‘মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর (ভারপ্রাপ্ত) প্রধান মোশাররফ হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
বক্তাগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নিকাণ্ড সহ সকল দুর্যোগ মোকাবেলায় নাগরিক সুরক্ষা নিশ্চিত করণে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে দলিল মহরাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট