ঢাকা , রবিবার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গ্রাম পুলিশ হত্যার দু’আসামি গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি খোকসা সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ফরিদপুর ২ থেকে ৪ আসনে কৃষ্ণপুর সংযুক্ত হওয়ায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ নড়াইলে গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগঃ ৫টি বিদেশী গরু মৃত্যুর সাথে লড়ছে আলফাডাঙ্গায় চিকিৎসকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নির্বাচনী গণসংযোগ মানুষের জন্য কাজ করলে মানুষ মূল্যায়ন করেঃ -হানিফ ৮টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন ভেড়ামারায় আ.লীগের অফিস ভাঙচুর, আহত ২ সালথায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরণ

পাংশায় ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার টুকুকে মারধর, হাসপাতালে ভর্তি

পাংশা শহরের সাদীপ্লাজার সামনে সোমবার সকালে হামলার শিকার ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার আহত টুকু।

রাজবাড়ী জেলার পাংশা শহরের সাদীপ্লাজার সামনে সোমবার ২১ ডিসেম্বর সকালে পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার তরিকুল ইসলাম টুকু (৪১) হামলার শিকার হয়েছেন।

সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় অটোবাইক চালক আব্দুল্লাহ ও সাবেক স্টাটার আরিফের সাথে গোলযোগের সময় হামলায় আহত হন তিনি। ঘটনার পরপরই তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টুকু পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন টুকু জানান, পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার নিয়ে আরিফের সাথে তার পূর্ব থেকে দ্ব›দ্ব রয়েছে।

এছাড়া শনিবার বিকেলে ঢেঁকিপাড়া গ্রামে একটি রিজার্ভভাড়া নিয়ে জনৈক ব্যক্তির পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করে অটোবাইক চালক আব্দুল্লাহ। ওই ব্যক্তি সোমবার সকালে অটোবাইক স্ট্যান্ডে আব্দুল্লাহর অটোবাইকের চাবি নেয় এবং খারাপ আচরণের বিষয়ে জোড়ালো অবস্থান নিলে পরিস্থিতি শান্ত করতে টুকু আব্দুল্লাহকে ধমক দেয়।

এ নিয়ে গোলযোগ সৃষ্টি হলে আরিফ ও আব্দুল্লাহ তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেন টুকু। হামলায় টুকুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফোলা, জখম হয়েছে। স্ট্যাটার টুকু জানায়, তার উপর হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত তা তিনি আগে বুঝতে পারেননি। তবে হামলার ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে অভিমত ব্যক্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নড়াইলে গ্রাম পুলিশ হত্যার দু’আসামি গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

error: Content is protected !!

পাংশায় ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার টুকুকে মারধর, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০

রাজবাড়ী জেলার পাংশা শহরের সাদীপ্লাজার সামনে সোমবার ২১ ডিসেম্বর সকালে পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার তরিকুল ইসলাম টুকু (৪১) হামলার শিকার হয়েছেন।

সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় অটোবাইক চালক আব্দুল্লাহ ও সাবেক স্টাটার আরিফের সাথে গোলযোগের সময় হামলায় আহত হন তিনি। ঘটনার পরপরই তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টুকু পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন টুকু জানান, পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার নিয়ে আরিফের সাথে তার পূর্ব থেকে দ্ব›দ্ব রয়েছে।

এছাড়া শনিবার বিকেলে ঢেঁকিপাড়া গ্রামে একটি রিজার্ভভাড়া নিয়ে জনৈক ব্যক্তির পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করে অটোবাইক চালক আব্দুল্লাহ। ওই ব্যক্তি সোমবার সকালে অটোবাইক স্ট্যান্ডে আব্দুল্লাহর অটোবাইকের চাবি নেয় এবং খারাপ আচরণের বিষয়ে জোড়ালো অবস্থান নিলে পরিস্থিতি শান্ত করতে টুকু আব্দুল্লাহকে ধমক দেয়।

এ নিয়ে গোলযোগ সৃষ্টি হলে আরিফ ও আব্দুল্লাহ তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেন টুকু। হামলায় টুকুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফোলা, জখম হয়েছে। স্ট্যাটার টুকু জানায়, তার উপর হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত তা তিনি আগে বুঝতে পারেননি। তবে হামলার ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে অভিমত ব্যক্ত করেন।