ঢাকা , সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান Logo মাগুরায় দাফনের ১২০ দিন পর ছাত্রদলের নেতা রাব্বির মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন Logo মাগুরাতে ধলহারা চাঁদপুর বাজারের সাথে সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ Logo লালপুরে প্রকল্পের অর্থ লোপাট, গরীবের নলকূপ বিত্তবানদের বাড়িতে Logo নেদারল্যান্ডসে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ Logo সরকারি অর্থায়নের রাস্তায় চলাচলে বাঁধা, গৃহবন্দী ২০ পরিবার Logo মধুখালীতে ইয়াবাসহ আমিন খন্দকার গ্রেপ্তার Logo বদলে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নামঃ জানুয়ারিতে উদ্বোধন ও বাণিজ্যিক যাত্রা শুরু Logo ইসকন নিষিদ্ধ ও আইনজী‌বি হত্যার বিচারের দাবিতে আলফাডাঙ্গায় বিক্ষোভ Logo রাজশাহীতে ঘুষকাণ্ডে সাসপেন্ড হিটলারঃ মামলা করে আপোস করেন নিজেই!
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার টুকুকে মারধর, হাসপাতালে ভর্তি

পাংশা শহরের সাদীপ্লাজার সামনে সোমবার সকালে হামলার শিকার ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার আহত টুকু।

রাজবাড়ী জেলার পাংশা শহরের সাদীপ্লাজার সামনে সোমবার ২১ ডিসেম্বর সকালে পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার তরিকুল ইসলাম টুকু (৪১) হামলার শিকার হয়েছেন।

সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় অটোবাইক চালক আব্দুল্লাহ ও সাবেক স্টাটার আরিফের সাথে গোলযোগের সময় হামলায় আহত হন তিনি। ঘটনার পরপরই তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টুকু পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন টুকু জানান, পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার নিয়ে আরিফের সাথে তার পূর্ব থেকে দ্ব›দ্ব রয়েছে।

এছাড়া শনিবার বিকেলে ঢেঁকিপাড়া গ্রামে একটি রিজার্ভভাড়া নিয়ে জনৈক ব্যক্তির পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করে অটোবাইক চালক আব্দুল্লাহ। ওই ব্যক্তি সোমবার সকালে অটোবাইক স্ট্যান্ডে আব্দুল্লাহর অটোবাইকের চাবি নেয় এবং খারাপ আচরণের বিষয়ে জোড়ালো অবস্থান নিলে পরিস্থিতি শান্ত করতে টুকু আব্দুল্লাহকে ধমক দেয়।

এ নিয়ে গোলযোগ সৃষ্টি হলে আরিফ ও আব্দুল্লাহ তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেন টুকু। হামলায় টুকুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফোলা, জখম হয়েছে। স্ট্যাটার টুকু জানায়, তার উপর হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত তা তিনি আগে বুঝতে পারেননি। তবে হামলার ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে অভিমত ব্যক্ত করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান

error: Content is protected !!

পাংশায় ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার টুকুকে মারধর, হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :

রাজবাড়ী জেলার পাংশা শহরের সাদীপ্লাজার সামনে সোমবার ২১ ডিসেম্বর সকালে পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার তরিকুল ইসলাম টুকু (৪১) হামলার শিকার হয়েছেন।

সোমবার সকাল ১১টা ১০ মিনিটের সময় অটোবাইক চালক আব্দুল্লাহ ও সাবেক স্টাটার আরিফের সাথে গোলযোগের সময় হামলায় আহত হন তিনি। ঘটনার পরপরই তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টুকু পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পাংশা হাসপাতালে চিকিৎসাধীন টুকু জানান, পাংশা-মৃগী সড়কের ব্যাটারীচালিত অটোবাইকের স্টাটার নিয়ে আরিফের সাথে তার পূর্ব থেকে দ্ব›দ্ব রয়েছে।

এছাড়া শনিবার বিকেলে ঢেঁকিপাড়া গ্রামে একটি রিজার্ভভাড়া নিয়ে জনৈক ব্যক্তির পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করে অটোবাইক চালক আব্দুল্লাহ। ওই ব্যক্তি সোমবার সকালে অটোবাইক স্ট্যান্ডে আব্দুল্লাহর অটোবাইকের চাবি নেয় এবং খারাপ আচরণের বিষয়ে জোড়ালো অবস্থান নিলে পরিস্থিতি শান্ত করতে টুকু আব্দুল্লাহকে ধমক দেয়।

এ নিয়ে গোলযোগ সৃষ্টি হলে আরিফ ও আব্দুল্লাহ তার উপর চড়াও হয় বলে অভিযোগ করেন টুকু। হামলায় টুকুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফোলা, জখম হয়েছে। স্ট্যাটার টুকু জানায়, তার উপর হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত তা তিনি আগে বুঝতে পারেননি। তবে হামলার ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলে অভিমত ব্যক্ত করেন।


প্রিন্ট