চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন ২য় দফার ইউপি নির্বাচনে রহনপুর ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে দূর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে ৬নং ওয়ার্ডের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রথমে তারা আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফিজুল ইসলাম মাষ্টারের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে।পরে পাশে থাকা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাবের অফিসও ভাংচুর করা হয়।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী তোফিজুল মাষ্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বুধবার মধ্যরাতে কে বা কারা তার ৬ নংওয়ার্ডের নির্বাচনী অফিস ভাংচুর করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা কে অবহিত করা হয়েছে বলে জানান তিনি ।
প্রিন্ট