মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় গুরুত্বপূর্ণ সকল সরকারি, ও স্বায়ত্বশাসিত ভবনে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়।
সকাল আটটার সময় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহ্ হেল কাফী ও অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস।
সকাল নয়টার দিকে মহম্মদপুর উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, বীরেন শিকদার স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি পূষ্পার্ঘ অর্পণ করেন।
বেলা ১১টায় ভার্চুয়ালি অনলাইনে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সম্মৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বাদজোহর সামাজিত দুরত্ব বজয় রেখে ও স্বাস্থবিধি মেনে জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদে মোনাজাত ও উপসনালয়ে প্রার্থনা করা হয়।
এ ছাড়া অনলাইনে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
প্রিন্ট