আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার ঐতিহ্যবাহী সোনাপুর বাজারে সোমবার সকালে পূবালী ব্যাংক লিমিটেডের উপশাখার শুভ উদ্বোধন করা হবে।
জানা যায়, সোনাপুর বাজারের হাজী মার্কেটের দ্বিতীয় তলায় সকাল ১১টার সময় পূবালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করবেন প্রধান অতিথি পূবালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের প্রধান একেএম আব্দুর রকীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যাংকের সিনিয়র অফিসার ও সোনাপুর উপশাখার ইনচার্জ মোঃ শাহাদত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থাকবেন।
প্রিন্ট