সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের দীঘলগ্রাম নামক গ্রামের দেবাশীষ (২৪) মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্রামের উজ্জ্বল মোল্ল্যার ঘরের ভেতর থেকে কার্টুন ভর্তি সাদা স্কচটেপ পেঁচানো ১০কেজি গাঁজা উদ্ধার করেন শালিখা থানা পুলিশ।
শালিখা থানায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার একাদিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বলে সংশ্লিষ্ট সূত্রে যানা গেছে।
সোমবার রাত ১১টায় শালিখা থানা পুলিশের এক চৌকস টিম অফিসার ইনচার্জ তারক বিশ্বাসের নেতৃত্বে, ওসি (তদন্ত) বিসারুল, এস আই মাসুম, এ এস আই রেজাউল, এ এস আই আরিফুল ইসলাম, এ এস আই বাসার, এ এস আই রিপন, এ এস আই রবিউল ইসলাম সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার তালখড়ি ইউনিয়নের দীঘলগ্রাম এলাকা থেকে দেবাশীষ মন্ডল (২৪) কে ১০কেজি গাঁজা সহ আটক করেন।
এদিকে গাঁজা উদ্ধারকৃত বাড়ির মালিক মোঃ উজ্জ্বল মোল্ল্যা (৩২) পিতা মৃত মোঃহামিদ মোল্ল্যা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব তারক বিশ্বাস বলেন,পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে উজ্জ্বল মোল্ল্যা পালিয়ে গেলেও দেবাশীষ মন্ডলকে আটক করা হয়েছে এরা সবাই মাদক কারবারি। এদের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
প্রিন্ট