রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছেন আরো ৬ জন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৬ জন। এর আগের দিনও মৃত্যু হয় ৬ জনের।
হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন তিনজন এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে উপসর্গে। এদের মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন তিনজন।
একইদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩৩। এদের মধ্যে ৪৩ জন করোনা পজেটিভ রোগী। বর্তমানে ২৪০ টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্ট