ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মৌলভী বাজার জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বেনাপোল ইমিগ্রেসনে আটক Logo বালিয়াকান্দিতে মসজিদের ইমামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ Logo ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয়ে পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo ঢাকায় বিমান দুর্ঘটনার ছাত্র-ছাত্রী নিহত ও আহাতের ঘটনায় বেনাপোলের কাগজপুকুর বাজারে দোয়া মাহফিল Logo লালপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় প্রধান আসামি আটক Logo কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার Logo মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ Logo নওগাঁ-১ আসনে বিএনপির তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে ডা, ছালেক চৌধুরী Logo মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী নিহতে বিএনপির মিলাদ ও দোয়া Logo লালপুরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুর দুর্বৃত্তদের
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কাবিজুর রহমান দৌলত হত্যা মামলায় ৬জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত একজন আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। এ ঘটনায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তিনি হলেন কোরবান।

দন্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামের রজব আলী জোয়ার্দারের ছেলে মানিক জোয়ার্দার, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের মৃত আফিল উদ্দিন সরকারের ছেলে আনোয়ার হোসেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের গাংগুলিয়া গ্রামের হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (সাগর), ফুলবাগাজী গ্রামের আজিম আলির ছেলে রানা খান (সোলেমান), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের লস্কর আলীর ছেলে কাউছার আলী এবং একই উপজেলার কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাবিজুর রহমান দৌলতকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। সেদিন কুষ্টিয়া সদর উপজেলার বড়আইলচারা এলাকায় একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় ২৯ জুলাই সাতজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন দৌলতের ভাই আব্দুর রউফ।

পরে মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ১২ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর পরই দন্ডপ্রাপ্ত আসামি কাউছারকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দৌলতের স্বজনরা। আদালতে উপস্থিত তার স্বজনরা বলেন, দৌলতকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ ১২ বছর আদালতে মামলার কার্যক্রম শেষে ছয় আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এ রায়ে আমরা খুবই খুশি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মৌলভী বাজার জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বেনাপোল ইমিগ্রেসনে আটক

error: Content is protected !!

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :
কাবিজুর রহমান দৌলত হত্যা মামলায় ৬জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত একজন আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। এ ঘটনায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তিনি হলেন কোরবান।

দন্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামের রজব আলী জোয়ার্দারের ছেলে মানিক জোয়ার্দার, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ গ্রামের মৃত আফিল উদ্দিন সরকারের ছেলে আনোয়ার হোসেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের গাংগুলিয়া গ্রামের হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (সাগর), ফুলবাগাজী গ্রামের আজিম আলির ছেলে রানা খান (সোলেমান), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের লস্কর আলীর ছেলে কাউছার আলী এবং একই উপজেলার কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে রাজ্জাক।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাবিজুর রহমান দৌলতকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। সেদিন কুষ্টিয়া সদর উপজেলার বড়আইলচারা এলাকায় একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় ২৯ জুলাই সাতজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন দৌলতের ভাই আব্দুর রউফ।

পরে মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ১২ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর পরই দন্ডপ্রাপ্ত আসামি কাউছারকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দৌলতের স্বজনরা। আদালতে উপস্থিত তার স্বজনরা বলেন, দৌলতকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। দীর্ঘ ১২ বছর আদালতে মামলার কার্যক্রম শেষে ছয় আসামির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এ রায়ে আমরা খুবই খুশি।


প্রিন্ট