নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাইল বালুবাহী বলগেট এর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে গেছে বালুভর্তী বলগেট।
জানা গেছে, নড়াইল কালিয়ার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের লক্ষ্য বারইপাড়া এলাকায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ৬৫১ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ এর কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এবং মেসার্স মাইন উদ্দিন বাঁশী জেভি এর কাজটি করছে।
প্রতিষ্ঠানের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিনহাজ হোসেন জানান, নির্মাণাধীন ব্রীজের ১৮০টি পাইল এর কাজ করা হয়েছে। প্রতিদিন শতশত বালুবাহী বড় বড় জাহাজ (বলগেট) এই পাইল এর পাশ দিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে এ নদীতে প্রচন্ড স্রোত এবং বালুবাহি জাহাজ অদক্ষ চালকের কারনে বেশ কয়েকবার নির্মাণাধীন পাইল গুলো কে আঘাত করে। বেশ কয়েকটি জাহাজ এর সাথে আটকে তলিয়ে যায়। এ সব ঘটনায় থানায় ৪ টি সাধারণ ডায়েরি এবং ১ টি মামলা দায়ের করা হয়। গত ৫ সেপ্টেম্বর রাতে পুনরায় একটি বড় বালুবাহী জাহাজ ৯ নং পেয়ারের পাইলগুলোকে আঘাত করলে এটি তলিয়ে যায়। তিনি জানান, এ নিয়ে মোট ৫ বার এই পিয়ারের পাইলগুলিকে বালুবাহী আঘাত করলো।
তিনি বলেন, এ বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ কে জানানো হয়েছে।
এ বিষয়ে সড়ক বিভাগের এসডিও মোঃ আতিকুল্লাহ বলেন, বিষয়টি আমি সরেজমিন পরিদর্শন করছি। বালুবাহী বলগেট এর আঘাতে এই ঘটনা ঘটেছে।
তিনি জানান, সেতুর ডিজাইন নিয়ে আমরা হেড অফিসে যোগাযোগ করছি। ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজাইন মোতাবেক ই কাজ করছে।
প্রিন্ট