রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে মোট ৮৪টি কেন্দ্রে আগামীকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে কোভিড-১৯ এর গণটিকাদান (২য় ডোজ) ক্যাম্পেইন শুরু হচ্ছে।
ইতিপূর্বে যারা ওয়ার্ড পর্যায়ে মর্ডানার ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, তাদেরকে ২য় ডোজ টিকা প্রদান করা হবে। প্রথমবারের মতো ২য় ডোজ টিকাদান ক্যাম্পেইন সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, সরকারী নির্দেশনা অনুসরণে গত ৭ ও ৮ আগস্ট ২০২১ পর্যায়ে যে কোভিড-১৯ প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছিন, তারই ২য় ডোজ যথাক্রমে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে প্রদান করা হবে। সেইসাথে গত ১৪ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখের দ্বিতীয় ডোজ আগামী ১১ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ এবং গত ১৬ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখের দ্বিতীয় ডোজ আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে ওয়ার্ড পর্যায়ে প্রদান করা হবে।
শুধুমাত্র টিকাদান রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যে যে কেন্দ্রে ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন ঐ একই কেন্দ্রে তিনি মডানা ২য় ডোজ গ্রহণ করবেন। আগামী ৭,৮,১১ ও ১২ সেপ্টেম্বর টিটিসি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিএমএইচ এ যথারীতি টিকাদান কর্মসূচি চালু থাকবে।
প্রিন্ট