কুষ্টিয়ায় মানতের খাসির মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষে কবির খান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া শাহী মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মসজিদের টাকা মানত নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি দেন। এ খাসির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় কবির খান নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, মানতের খাসির মাংসের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে শুনেছি।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রিন্ট