ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান Logo ফরিদপুরে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসব শ্রীধাম শ্রী অঙ্গনে ভক্তবৃন্দের ঢল Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা Logo ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত Logo মোহনপুরে অর্ধশতাধিক পয়েন্টে অবৈধ পুকুর খনন ও মাটি বানিজ্যে Logo কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানকে শোকজ Logo সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo মোঃ ইমান আলী মোল্লাকে ফুলের শুভেচ্ছা প্রদান করল জাতীয় শ্রমিক লীগ Logo রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন Logo ফরিদপুরের চর মাধবদিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই

প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন: -বাসস চেয়ারম্যান

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই। সত্য প্রকাশ এমনভাবে করতে হবে, যেন তা বস্তুনিষ্ঠতার বাইরে না যায়। অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মুক্তিযুদ্ধের পক্ষের সম্মিলিত সাংবাদিক পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংহতি প্রকাশ করে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সোনার বাংলা পরিষদসহ আরো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে বাসস চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের মূল জায়গাটা হলো বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করা। স্বাধীন সাংবাদিকতার অর্থ যা ইচ্ছে তা করব- এমনটা নয়। গণতান্ত্রিক দেশে গণমাধ্যম এবং গণমানুষ এক অপরের সাথে যুক্ত।
গণমাধ্যমের সাহায্যে জনগণের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি হয়। সাবেক ঢাবি ভিসি আরেফিন সিদ্দিক বলেন, বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা অনেক কঠিন কাজ। কঠিন যুদ্ধের মাঠে থাকেন পেশাদার সাংবাদিকরা। তবুও শতভাগ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অপসাংবাদিকতা থেকে রক্ষা করতে হবে গণমাধ্যমকে।
তিনি আরও বলেন, অনেক সাংবাদিক জীবন দিয়েছেন এ পেশার পবিত্রতা রক্ষা করতে গিয়ে। সুতরাং অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই। অপসাংবাদিকতা প্রতিরোধে রাজশাহীর সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিনের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ৭ নম্বর সেক্টর থেকে প্রকাশিত ‘বাংলার কথা’র কলম সৈনিক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্যর বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য ও জিটিভি’র স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য রাকিবুল হাসান শুভ, আরিফুল ইসলাম, সোনার বাংলা পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজিম প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনে প্রার্থিতা বর্জনের ঘোষণা দিলেন সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান

error: Content is protected !!

অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই

প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন: -বাসস চেয়ারম্যান

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই। সত্য প্রকাশ এমনভাবে করতে হবে, যেন তা বস্তুনিষ্ঠতার বাইরে না যায়। অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মুক্তিযুদ্ধের পক্ষের সম্মিলিত সাংবাদিক পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংহতি প্রকাশ করে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও সোনার বাংলা পরিষদসহ আরো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে বাসস চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের মূল জায়গাটা হলো বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করা। স্বাধীন সাংবাদিকতার অর্থ যা ইচ্ছে তা করব- এমনটা নয়। গণতান্ত্রিক দেশে গণমাধ্যম এবং গণমানুষ এক অপরের সাথে যুক্ত।
গণমাধ্যমের সাহায্যে জনগণের সাথে সরকারের সেতুবন্ধন তৈরি হয়। সাবেক ঢাবি ভিসি আরেফিন সিদ্দিক বলেন, বস্তুনিষ্ঠ সত্য প্রকাশ করা অনেক কঠিন কাজ। কঠিন যুদ্ধের মাঠে থাকেন পেশাদার সাংবাদিকরা। তবুও শতভাগ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অপসাংবাদিকতা থেকে রক্ষা করতে হবে গণমাধ্যমকে।
তিনি আরও বলেন, অনেক সাংবাদিক জীবন দিয়েছেন এ পেশার পবিত্রতা রক্ষা করতে গিয়ে। সুতরাং অপসাংবাদিকতার কোনো স্থান সাংবাদিকতায় নেই। অপসাংবাদিকতা প্রতিরোধে রাজশাহীর সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিনের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ৭ নম্বর সেক্টর থেকে প্রকাশিত ‘বাংলার কথা’র কলম সৈনিক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্যর বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য ও জিটিভি’র স্টাফ রিপোর্টার রাশেদ রিপন, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দীন মিন্টু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য রাকিবুল হাসান শুভ, আরিফুল ইসলাম, সোনার বাংলা পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজিম প্রমুখ।