রাজশাহীতে এক মাছ চাষি ও নাইটগার্ডের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) সকালে নগরীর নওদাপাড়া বাজার ও জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকা থেকে এ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নওদাপাড়ার অটোরিকশা গ্যারেজের নাইটগার্ড আনিসুর রহমান (৬০) এবং গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মাছচাষি মাসুদ আলী (৪২) ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার দিনগত গভীর রাতে ডিউটিরত অবস্থায় সন্ত্রাসীরা নওদাপাড়ার একটি গ্যারেজের নাইটগার্ডের হাত-পা বেঁধে হত্যা করে একটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকার লোকজন গ্যারেজে গিয়ে খোলামেলা অবস্থা ও নাইটগার্ডের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে জেলার গোদাগাড়ীতে রবিবার দিবাগত রাতের দুর্বৃত্তরা মাছ চাষি মাসুদের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পুকুর পাড়ে ফেলে যায়। সাদা টি শার্ট ও লুঙ্গি পরা, মাছ ধরা জাল দিয়ে হাত-পা বাঁধা এবং মুখে ও গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। লাশ দুটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম ও নগরীর শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম মরদের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট