পাবনার চাটমোহর উপজেলার শুক্রবার (১১.১২.২০) দুপুরে ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুরে রামিম হোসেন (৫) নামে এক শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মহসিন আলমের ছেলে।
জানা গেছে শুক্রবার দুপুরে খেলতে খেলতে বাড়ির সামনে আসলে অপরদিকে থেকে আসা অটোরিকশা ধাক্কা দিলে মারাত্বকভাব আহত হয় রামিম। পরে আহতাবস্থায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য আব্দুল বারেক।