কুড়িগ্রামে মুজিব বর্ষ উপলক্ষে অসহায় শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ প্রয়োজনীয় উপকরন বিতরন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চত্বরে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে এসব সহায়ক উপকরন সামগ্রী বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিও থেরাপিষ্ট) ডাঃ মোঃ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিভিন্ন বয়সী ২৫ জন হতদরিদ্র প্রতিবন্ধীকে হুইল চেয়ারসহ উপকরন সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ও ঝুকিতে থাকা প্রতিবন্ধীদের ফিজিও থেরাপি, ওকুপেশন থেরাপি, কাউন্সিলিং, দৃষ্টি ও শ্রবন মাত্রা নির্নয়ে কাজ করছে। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীদের সকলকে তাদের পাশে থেকে মানবিক আচরণ করার অনুরোধ জানান।
প্রিন্ট