চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্যবিদায়ী উপজেলা নিবার্হী অফিসার ও রাজশাহীতে এডিসি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সাবিহা সুলতানাকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এনমাস’ এর পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। আজ বুধবার বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা ফ্যামিলি প্লানিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, আমার বাড়ি আমার খামার এর প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান, উপজেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানা(প্রাথমিক) ও আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার ওলিউল্লাহ, কসবা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম, এনমাস’র সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক সাগর আলী, অর্থ সম্পাদক মোবাশ্বের তানজিম সাদসহ এনমাসের সদস্যবৃন্দ।
এসময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, এনমাসের সাথে আমার অনেক কাজের স্মৃতি আছে। বিশেষ করে করোনাকালীন সময়ে এই টিমটি দিনরাত নিরলসভাবে কাজ করে গেছে। এনমাসের জন্য চিরন্তন শুভকামনা ও আমি এই সংগঠনটি উত্তর উত্তর মঙ্গল কামনা করছি।
সংগঠনের সভাপতি শাকিল রেজা জানান, করোনাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা দিনরাত নিরলভাবে যে কঠোর পরিশ্রম করেছেন, তা নাচোলবাসী শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবে। বিশেষ করে মানবিক কাজগুলোতে তার আত্মত্যাগ কখনও ভুলবার নয়।
প্রিন্ট