কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া শ্যামপুর রব মেম্বারের কাঠাল বাগান থেকে মঙ্গলবার ২৪ আগষ্ট সাগর (২৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মিলনের স্ত্রী মর্জিনা খাতুন, মিলনের চাচী ও ভাগ্নে রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মঙ্গলবার রাতে আটক করেছে। সে ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের ফারুক মন্ডলের ছেলে।
জানা যায়, সোমবার সকালে রাজমিস্ত্রী সাগর কাজের জন্য বাড়ি থেকে বেড় হয়। অনেক রাত অবদি সাগর বাড়িতে না ফিরাই, আত্মীয়-স্বজনরা অনেক খোঁজা খুঁজি করতে থাকে। মঙ্গলবার একই ইউনিয়নের শ্যামপুর বারইপাড়ার মাঝা-মাঝি কাঠাল তলা নামক স্থানে সাগরের লাশ দেখতে পায় এক কৃষক।
পরে সাগরের বাড়ি লোকজন এসে তার লাশ সনাক্ত করে। এলাকাবাসীর জানান, পাওনা টাকার বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে।
নিহত সাগরের পিতা ফারুক জানান, আমার ছেলে সাগর প্রতিবেশী তাকামুদ্দি মন্ডলের ছেলে মিলনের নিকট থেকে ১বছর আগে সুদের মাধ্যমে দেড় লক্ষ টাকা নেয়। এই টাকার এক লক্ষ টাকা সুদ সহ প্রায় সমূদয় টাকা পরিশোধ করে। কয়েকদিন আগেও আমি ২০ হাজার টাকা মিলনকে দিয়েছি। মিলন আর ১০ হাজার টাকা সাগরের নিকট পেতো। মিলন কয়েকদিন আগে হুমকী দিয়ে আসছিলো সাগরকে গুম করে দেবে। মিলনের বাবা গত রবিবার আমাকে ডেকে বললো মনে আছেতো ১০ হাজার টাকা দেওয়ার কথা। সেবার মিলন ভ্যান কেড়ে নিয়েছিলো, এবার কি করবে জানিনা।
নিহত সাগর সোমবার লাহিনী বটতলা ড্রেনের কাজ সেরে শ্যামপুর গ্রামের মনজেল আলীর ভ্যানে বাড়ি ফেরার পথে দূর্বাচারা বাজার থেকে সন্ত্রাসী মিলন ও তার ফুফাতো ভাই একই গ্রামের এমেস এর ছেলে শাওন (১৯) ও তার ভাগ্নে দুধকুমড়া গ্রামের সাকিব ভ্যানে ওঠে। শ্যামপুর রবের কাঠাল বাগানের নিকট পৌছালে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভ্যানচালক মনজেল আলীকে ভাড়া দিয়ে ছেড়ে দেয়। নিহত সাগর বাড়ি না পৌছালে তার বাবা ফারু, চাচা তারিক আলী ও দাদী সায়েদা সহ পরিবারের লোকজন সমস্ত জায়গা সারাদিন খোজাখুজি করে। কোথাও তাকে খুজে পাওয়া যায়না। এরমধ্যে রাতেই ভ্যানচালন মনজেল জানিয়ে দেয় মিলন সহ ৩জন মিলে তাকে শ্যামপুর রব মেম্বারের কাঠাল বাগানের কাছে নামিয়ে নেয়। গতকাল ভোরে এক কৃষক সাগরের লাশ দেখে সাগরের পরিবারকে খবর দিলে তার বাবা ফারুক সহ চাচারা এসে দেখতে পাই রব মেম্বারের কাঠাল বাগানের কাঠাল গাছে সাগরের লাশ ঝুলছে।
নিহত সাগরের দাদী সায়েদা খাতুন জানান, সাত মাস বয়সে নিহত সাগরের মা মারা যায়। আমি তাকে কোলে পিঠে করে মানুষ করি। মিলন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, চোর, সুদখোর আমার নাতিকে ১০ হাজার টাকার জন্য হত্যা করেছে। নিহত সাগরের ৫ বছরের এক শিশু সন্তান রয়েছে।
নিহত সাগরের স্ত্রী জানায়, আমি এই হত্যার বিচার চাই। সুদখোর মিলন মাঝে মাঝেই আমার স্বামীকে সুদের টাকার জন্য হুমকী দিয়ে আসছিলো।
নিহত সাগরের চাচা তারিক আলী জানান, মিলন ও তার ভাই ভাগ্নে আমার ভাতিজাকে হত্যা করে ঐ রাতেই আমার বাড়িতে এসে বলে তোদের কোন সমস্যা নেই। সাগরের কিছু হয়নি। সাগর বাড়ি চলে আসবে।
এই ব্যাপারে ইবি থানা পুলিশ জানায়, ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রিন্ট