ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মুক্ত সংলাপ

সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে করোনাকালে স্বাস্থ্য সেবা বিভাগের সংকট উত্তরণ ও সেবা বৃদ্ধির অঙ্গীকার

করোনা সংকট মোকাবেলায় নাগরিক সম্পৃক্তকরণের মাধ্যমে সচেতনতা জরুরী। ফরিদপুরে সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে স্বাস্থ্য সেবা বিভাগের সংকট উত্তরন ও সেবা বৃদ্ধির অঙ্গীকার। সরকারী নীতিনির্ধারকদের সহায়তা নিয়ে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে ফরিদপুর সহ ঢাকা বিভাগের স্বাস্থ্য ব্যাবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে নাগরিকদের স্বাস্থ্য সেবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। আজ ২১ আগস্ট, ২০২১; শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলান বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের উদ্যোগে আয়োজিত করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্যোগঃ চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তরা এ অভিমত তুলে ধরেন।

করোনা ভাইরাসের মত সংকট মোকাবেলায় পরিকল্পনার অভাব, সেবা নিতে হয়রানির শিকার, টিকা নিতে স্বাস্থ্যবিধির অভাব, জনবল স্বল্পতা, দালাল চক্রের আধিপত্য, যন্ত্রপাতি ও নানাবিধ সমস্যায় জনগন স্বাস্থ্য খাত থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। স্বাস্থ্য সেবা খাতের এসব সংকট এবং সংকট উত্তরণে করণীয় নিয়ে আলোচনার প্রেক্ষিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য, ঢাকা ডাঃ মোঃ বেলাল হোসেন।

বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আসলাম মোল্যা, পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর ডাঃ মোঃ সাইফুর রহমান, সিভিল সার্জন ফরিদপুর ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান, পরিচালক-সিভিক এনগেজমেন্ট টিআইবি ফারহানা ফেরদৌস, অধ্যক্ষ রাজেন্দ্র কলেজ প্রফেসর মোসারফ আলী ও পুলিশ সুপার ফরিদপুর মোঃ আলিমুজ্জামান। প্রায় ০৩.৩০ মিনিট ব্যাপী এ ভার্চুয়াল মুক্ত আলোচনায় প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার বিশেষত ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত কর্মী, পৌর কর্তৃপক্ষ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ুথ সেচ্ছাসেবী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সনাকের সভাপতিবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ও ব্যাবসায়ী প্রতিনিধিসহ অন্যান্যরা যুক্ত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য ঢাকা ডাঃ মোঃ বেলাল হোসেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সামগ্রিক উদ্যোগসমূহ তুলে ধরে বলেন এবং এই বৈশিক মহামারী নিয়ন্ত্রনে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশপাশি বিভিন্ন দফতর বিশেষত প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও নাগরিক সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছেন এজন্য ঢাকা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি সকলের কাছ থেকে বিভিন্ন চ্যালেঞ্জ, মতামত, সুপারিশ শোনার মধ্য দিয়ে সেবার মান উত্তরণে সমন্বয়হীনতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে স্বাস্থ্য সেবা বিভাগের সংকট উত্তরন ও সেবা বৃদ্ধির অঙ্গীকার ব্যাক্ত করেন। এর পাশাপাশি তিনি পরীক্ষার যন্ত্রপাতি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা, এস্ট্রেজোনেকার টীকার দ্বিতীয় ডোজ ভিন্ন স্থান থেকে গ্রহণের উদ্যোগ গ্রহণের জন্য সিভিল সার্জনগণকে নির্দেশনা প্রদান করেন।

আলোচনার শুরুতে সনাক সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় স¤পদের সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যবিভাগের উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও জানান, সনাকের স¤পৃক্ততায় ও কর্তৃপক্ষের উদ্যোগে ফরিদপুর সদর হাসাপাতালের সেবার মানে ইতিমধ্যেই বেশকিছু জায়গায় ইতিবাচক পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও কিছু সমস্যা বিদ্যমান যা নাগরিক সম্পৃক্তকরণ ও কর্তৃপক্ষের উদ্যোগের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে সনাক মনে করে। ফরিদপুরের স্বাস্থ্য বিভাগের উদ্যোগ সমূহ সিভিল সার্জন ফরিদপুর ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান তুলে ধরেন বলেন; আমাদের জেলায় চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ওর্য়াড বয়সহ পরীক্ষার যন্ত্রপাতির পর্যাপ্ত ঘাটতি রয়েছে ফলে চিকিৎসা সেবা মারাত্বকভাবে ব্যহত হচ্ছে বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার পাশাপাশি তিনি নাগরিক সংগঠনগুলোর মাধ্যমে শহর ও গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

পরিচালক-সিভিক এনগেজমেন্ট টিআইবি ফারহানা ফেরদৌস করোনাকালে টিআইবি’র তিনটি ধাপের গবেষণা প্রতিবেদন থেকে প্রাপ্ত সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরে বলেন সংকট মোকাবেলায় সরকার যেমন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন তেমনি কিছু বিতর্কিত বিষয়ের কারনে অনেক ইতিবাচক উদ্যোগ প্রশ্নের মুখোমুখি। এখানে তিনি সুশাসনের ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন তিনি আরও বলেন সরকারের পাশাপাশি নাগরিকেরও দায় আছে তাই তিনি নাগরিক সম্পৃক্তকরণের প্রতি আহবান জানান।

স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্যা বলেন; আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটি প্রতিনিয়ত সরকার প্রদত্ব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। তিনি নাগরিকদের অসচেতনতার বিষয়গুলো তুলে ধরে এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি নাগরিক সম্পৃক্তকরণ জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ আলী তার বক্তব্যে সচেতনতা বৃদ্ধির উপর জোড় দাবী জানিয়ে বলেন এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, সেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। কেননা এটা একটি বৈশিক যুদ্ধ এ যদ্ধে জয়ী হতে হলে আমাদের সকলের সহযোগিতা অত্যান্ত জরুরী। এর পাশাপাশি পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন; বৈশিক মহামারী মোকাবেলায় আমাদের কোন জ্ঞান ছিলনা এমনকি আমরা কিছু শব্দের সাথে পরিচিত ছিলাম না যে শব্দগুলো এই মহামারী নিয়ে এসেছে। শুরু থেকেই আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে এই সংকট মোকাবেলা করে চলেছি। সংকটের পাশাপাশি বেড়ে গেছে অপরাধ প্রবনতা। এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে যদি না আমরা সচেতন হই তাই তিনি জেলা পুলিশের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করে স্বাস্থ্য সেবা খাতকে সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং সভার সুপারিশসমূহ পুলিশকে জানানোর আহŸান জানান।

টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোরডিনেটর মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি পেশার ১৮ জন প্রতিনিধি এবং অলনাইনে ০২ জন নাগরিক প্রতিনিধি লিখিত মতামত প্রদান করেন। তাঁরা সংকট মোকাবেলায় সঠিক পরিকল্পনা, প্রাইভেট ক্লিনিক সমুহের তদারকি বৃদ্ধি, দালাল নির্মূলে পুলিশি অভিযান পরিচালনা, নাগরিক সম্পৃক্তকরণ বৃদ্ধি, সেচ্ছাসেবক সংস্থাগুলোর এগিয়ে আসা, শিক্ষার্থীদের মানষিক স্বাস্থ্য সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণের পাশাপাশি মেডিকেল পুলিশী ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
সনাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনোয়ার মোর্শেদা চৌধুরী’র সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ভার্চুয়াল এ আয়োজনের সমাপ্তি ঘটে।

গণমাধ্যম যোগাযোগঃ
প্রকাশ কুমার বিশ্বাস
এরিয়া কো-অর্ডিনেটর-সিই
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ফরিদপুর।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুক্ত সংলাপ

সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে করোনাকালে স্বাস্থ্য সেবা বিভাগের সংকট উত্তরণ ও সেবা বৃদ্ধির অঙ্গীকার

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
ডেস্ক রিপোর্টঃ :

করোনা সংকট মোকাবেলায় নাগরিক সম্পৃক্তকরণের মাধ্যমে সচেতনতা জরুরী। ফরিদপুরে সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে স্বাস্থ্য সেবা বিভাগের সংকট উত্তরন ও সেবা বৃদ্ধির অঙ্গীকার। সরকারী নীতিনির্ধারকদের সহায়তা নিয়ে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে ফরিদপুর সহ ঢাকা বিভাগের স্বাস্থ্য ব্যাবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে নাগরিকদের স্বাস্থ্য সেবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। আজ ২১ আগস্ট, ২০২১; শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলান বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের উদ্যোগে আয়োজিত করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্যোগঃ চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তরা এ অভিমত তুলে ধরেন।

করোনা ভাইরাসের মত সংকট মোকাবেলায় পরিকল্পনার অভাব, সেবা নিতে হয়রানির শিকার, টিকা নিতে স্বাস্থ্যবিধির অভাব, জনবল স্বল্পতা, দালাল চক্রের আধিপত্য, যন্ত্রপাতি ও নানাবিধ সমস্যায় জনগন স্বাস্থ্য খাত থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না। স্বাস্থ্য সেবা খাতের এসব সংকট এবং সংকট উত্তরণে করণীয় নিয়ে আলোচনার প্রেক্ষিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুরের সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক-স্বাস্থ্য, ঢাকা ডাঃ মোঃ বেলাল হোসেন।

বিশেষ অতিথি ও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আসলাম মোল্যা, পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর ডাঃ মোঃ সাইফুর রহমান, সিভিল সার্জন ফরিদপুর ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান, পরিচালক-সিভিক এনগেজমেন্ট টিআইবি ফারহানা ফেরদৌস, অধ্যক্ষ রাজেন্দ্র কলেজ প্রফেসর মোসারফ আলী ও পুলিশ সুপার ফরিদপুর মোঃ আলিমুজ্জামান। প্রায় ০৩.৩০ মিনিট ব্যাপী এ ভার্চুয়াল মুক্ত আলোচনায় প্রায় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার বিশেষত ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত কর্মী, পৌর কর্তৃপক্ষ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ইয়ুথ সেচ্ছাসেবী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সনাকের সভাপতিবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ও ব্যাবসায়ী প্রতিনিধিসহ অন্যান্যরা যুক্ত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য ঢাকা ডাঃ মোঃ বেলাল হোসেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সামগ্রিক উদ্যোগসমূহ তুলে ধরে বলেন এবং এই বৈশিক মহামারী নিয়ন্ত্রনে সরকারের স্বাস্থ্য বিভাগের পাশপাশি বিভিন্ন দফতর বিশেষত প্রশাসন, আইন শৃংখলা বাহিনী ও নাগরিক সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছেন এজন্য ঢাকা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি সকলের কাছ থেকে বিভিন্ন চ্যালেঞ্জ, মতামত, সুপারিশ শোনার মধ্য দিয়ে সেবার মান উত্তরণে সমন্বয়হীনতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার-নাগরিক সমন্বিতভাবে কাজের মাধ্যমে স্বাস্থ্য সেবা বিভাগের সংকট উত্তরন ও সেবা বৃদ্ধির অঙ্গীকার ব্যাক্ত করেন। এর পাশাপাশি তিনি পরীক্ষার যন্ত্রপাতি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা, এস্ট্রেজোনেকার টীকার দ্বিতীয় ডোজ ভিন্ন স্থান থেকে গ্রহণের উদ্যোগ গ্রহণের জন্য সিভিল সার্জনগণকে নির্দেশনা প্রদান করেন।

আলোচনার শুরুতে সনাক সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় স¤পদের সীমাবদ্ধতার মধ্যেও স্বাস্থ্যবিভাগের উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও জানান, সনাকের স¤পৃক্ততায় ও কর্তৃপক্ষের উদ্যোগে ফরিদপুর সদর হাসাপাতালের সেবার মানে ইতিমধ্যেই বেশকিছু জায়গায় ইতিবাচক পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও কিছু সমস্যা বিদ্যমান যা নাগরিক সম্পৃক্তকরণ ও কর্তৃপক্ষের উদ্যোগের মাধ্যমে সমাধান করা সম্ভব বলে সনাক মনে করে। ফরিদপুরের স্বাস্থ্য বিভাগের উদ্যোগ সমূহ সিভিল সার্জন ফরিদপুর ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান তুলে ধরেন বলেন; আমাদের জেলায় চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ওর্য়াড বয়সহ পরীক্ষার যন্ত্রপাতির পর্যাপ্ত ঘাটতি রয়েছে ফলে চিকিৎসা সেবা মারাত্বকভাবে ব্যহত হচ্ছে বিষয়টি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টিতে আনার পাশাপাশি তিনি নাগরিক সংগঠনগুলোর মাধ্যমে শহর ও গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহবান জানান।

পরিচালক-সিভিক এনগেজমেন্ট টিআইবি ফারহানা ফেরদৌস করোনাকালে টিআইবি’র তিনটি ধাপের গবেষণা প্রতিবেদন থেকে প্রাপ্ত সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরে বলেন সংকট মোকাবেলায় সরকার যেমন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন তেমনি কিছু বিতর্কিত বিষয়ের কারনে অনেক ইতিবাচক উদ্যোগ প্রশ্নের মুখোমুখি। এখানে তিনি সুশাসনের ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন তিনি আরও বলেন সরকারের পাশাপাশি নাগরিকেরও দায় আছে তাই তিনি নাগরিক সম্পৃক্তকরণের প্রতি আহবান জানান।

স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্যা বলেন; আমরা জেলা করোনা প্রতিরোধ কমিটি প্রতিনিয়ত সরকার প্রদত্ব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। তিনি নাগরিকদের অসচেতনতার বিষয়গুলো তুলে ধরে এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি নাগরিক সম্পৃক্তকরণ জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ আলী তার বক্তব্যে সচেতনতা বৃদ্ধির উপর জোড় দাবী জানিয়ে বলেন এক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, সেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। কেননা এটা একটি বৈশিক যুদ্ধ এ যদ্ধে জয়ী হতে হলে আমাদের সকলের সহযোগিতা অত্যান্ত জরুরী। এর পাশাপাশি পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন; বৈশিক মহামারী মোকাবেলায় আমাদের কোন জ্ঞান ছিলনা এমনকি আমরা কিছু শব্দের সাথে পরিচিত ছিলাম না যে শব্দগুলো এই মহামারী নিয়ে এসেছে। শুরু থেকেই আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে এই সংকট মোকাবেলা করে চলেছি। সংকটের পাশাপাশি বেড়ে গেছে অপরাধ প্রবনতা। এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে যদি না আমরা সচেতন হই তাই তিনি জেলা পুলিশের সকল সহযোগিতার আশ্বাস প্রদান করে স্বাস্থ্য সেবা খাতকে সহযোগিতায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং সভার সুপারিশসমূহ পুলিশকে জানানোর আহŸান জানান।

টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোরডিনেটর মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি পেশার ১৮ জন প্রতিনিধি এবং অলনাইনে ০২ জন নাগরিক প্রতিনিধি লিখিত মতামত প্রদান করেন। তাঁরা সংকট মোকাবেলায় সঠিক পরিকল্পনা, প্রাইভেট ক্লিনিক সমুহের তদারকি বৃদ্ধি, দালাল নির্মূলে পুলিশি অভিযান পরিচালনা, নাগরিক সম্পৃক্তকরণ বৃদ্ধি, সেচ্ছাসেবক সংস্থাগুলোর এগিয়ে আসা, শিক্ষার্থীদের মানষিক স্বাস্থ্য সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণের পাশাপাশি মেডিকেল পুলিশী ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
সনাকের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক মনোয়ার মোর্শেদা চৌধুরী’র সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ভার্চুয়াল এ আয়োজনের সমাপ্তি ঘটে।

গণমাধ্যম যোগাযোগঃ
প্রকাশ কুমার বিশ্বাস
এরিয়া কো-অর্ডিনেটর-সিই
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ফরিদপুর।


প্রিন্ট