আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ও শান্তিপূর্ন ভাবে পালন উপলক্ষে নড়াইলে পুলিশ প্রশাসনের সাথে জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন পুজা মন্ডব কমিটির সাথে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুকবার ২০ আগষ্ট দুপুরে জেলা পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, সদর পৌর মেয়র আন্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান এডঃ সোহরাব হোসেন, জেলা পূজা কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু প্রমুখ সহ পুজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, দেশে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া দেশে হিন্দু সহ সকল শ্রেনীর লোকেরা ভালই আছে। কিছু অসাম্প্রদায়িক লোকেরা দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। কিন্তু এই অসাম্প্রদায়িক সরকার তা বাস্তবায়ন করতে দেবে না। কারন অসাম্প্রদায়িক সরকারের সাথে অসাম্প্রদায়িক প্রশাসনও আছে।
নড়াইল জেলা পূজা কমিটির সুত্রে জানা যায় আসন্ন অক্টোবরের শারদীয় দুর্গা পূজায় নড়াইল জেলায় ৬৪৮টি পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে।
প্রিন্ট