চাটমোহরে বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে সদ্য প্রতিষ্ঠিত ডায়াবেটিক সমিতির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন অনৃষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো.মকবুল হোসেন এমপি।
ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পাবনা জেলা পরিষদ সদস্য মো.সাইদুল ইসলাম পলাশসহ সমিতির দাতা ও আজীবন সদস্য,জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট