কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) দুপুরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিশু সিয়াম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি একই এলাকার জমাদারের মেয়ে।
হায়দারের চর এলাকার টুটুল বিশ্বাস বলেন, আমাদের এলাকায় চারিদিকে এখন পানি আর পানি। বাড়ির পাশেই এ দুই শিশু ডুবে মারা যায়।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, পদ্মা নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হওয়ায় আমার ইউনিয়নের চিলমারীর চরান্চলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের জলাশয়ে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টা শুনেছি এবং পুলিশ তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রিন্ট