নাটোরের গুরুদাসপুরে নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে খোদেজা বেগম (৪৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নৌকাটি তিশিখালি মাজারে মান্নতের উদ্দেশ্যে রওনা হয়। রোববার আনুমানিক বেলা ১১টার সময় সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত গৃহবধু উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। বাড়ি থেকে একটি খাসিসহ ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে উপজেলার মোল্লা বাজার এলাকা থেকে নৌকা যোগে তিশিখালি মাজারে মান্নত করার উদ্দেশ্যে রওনা হয়। সিংড়া উপজেলার বিলদহর এলাকায় গিয়ে পৌছালে নৌকায় থাকা জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেচিয়ে গেলে গুরুত্বর জখম প্রাপ্ত হয়।
তাৎখনিকভাবে সি,এন,জি যোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত ডাক্তার সঞ্চিতা সরকার মৃত নিশ্চিত করেন। নিহত খোদেজার পরিবারে স্বামী ও তিনজন ছেলে সন্তান রয়েছে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীদের কোন হত্যাহততের খবর পাওয়া যায়নি ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
প্রিন্ট