কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর নিবন্ধনকৃত সংগঠন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান,গাছের চারা ও মাক্স বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী ।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবারুণ মিলনায়তন ও পাঠাগারের সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, ফোরস্টার (চতুর্মুখী স্বেচছাসেবী সমাজ কল্যাণ মূলক সংস্থা) এর সভাপতি শেখ সাইদুল ইসলাম প্রবীন, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সজিব খান, চাঁদ মানব উন্নয়ন সংস্থার সভাপতি কামরুজ্জামান ও গণসংযোগ এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান মুকুল, খোকসা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী আবুল বাশার প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে গাছের চারা ও মাক্স বিতরণ করা হয়।
প্রিন্ট