কুষ্টিয়ার খোকসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনে এর আয়োজনে দিন ব্যপী নানা কর্মসুচীর পালিত হয়। সকাল ৯ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সাড়ে ৯টায় খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন ।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তশর প্রমুখ।
উল্লেখ্য সকাল ৯ টায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্বা জানান।
সকাল দশ টায় কুষ্টিয়ার-৪ খোকসা- কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পৌরসভার পক্ষে মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, এছাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের প্রধান গন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋণ এর চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান এবং উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন।
এ ছাড়াও সকাল সাড়ে ৯ টায় উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর উপজেলা জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এর আয়োজন করা হয়।
বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের পক্ষ থেকে খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান ও দুস্থ অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভা চত্বরে এক আলোচনা সভার প্রস্থান এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, শোমসপর ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দিন খান, ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু এবং জয়ন্তীহাজরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকগন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, দোয়া পরিচালনা করেন খোকসা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আবু দাউদ খান।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় খোকসা পৌরসভার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিন্ট