ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেন্ট্রাল অক্সিজেনের প্লান্ট নির্মানের জন্য অর্থনৈতিক সহযোগিতা হিসেবে দেড়লক্ষ টাকার চেক প্রদান করলেন ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচ সংগঠন।
শনিবার (১৪ আগষ্ট) বেলা ১২টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কার্যালয় এসএসসি ৮৮ ব্যাচ সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে ভেড়ামারা সেন্ট্রাল অক্সিজেন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমীন,ভেড়ামারা এসএসসি ৮৮ ব্যাচ এর উপদেষ্টা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থোপেডিক সার্জন ও সহকারী অধ্যাপক,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ রতন কুমার পাল, এসএসসি ৮৮ ব্যাচের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু। ৮৮ সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সুলতান, কোষাধক্ষ্য একরামুল হক। ভেড়ামারা রেল বাজার বণিক সমতির সাধারণ সম্পাদক আবু দাউদ। সদস্য শফি, এনামুল, আসাদুজ্জামান আছা, ইয়ামিন ,হাবিব, মাস্টার এনামুল ও সাইফুল ইসলাম প্রমূখ।
প্রিন্ট