ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সস্রাইল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, শনিবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে সহস্রাইল বাজারের খায়ের সিকদারের মালিকানাধীন সিকদার মেশিনারিজ ও সৈয়দ সোহরাব আলী’র আলহামদুলিল্লাহ্ ইন্জিনিয়ারিং ওয়ার্ক শপের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানে থাকা ডিজেলভর্তি দুইটি ব্যারেল ফেটে আগুন ছড়িয়ে যায়।
এতে সিকদার মেশিনারিজ, আলহামদুলিল্লাহ্ ইন্জিনিয়ারিং ওয়ার্ক শপের দুইটি দোকান, ভাই ভাই কম্পিউটার এন্ড স্টুডিও ও রনি সিকদার এর সিকদার টেলিকম পুড়ে ছাই হয়ে যায়।
সিকদার টেলিকমের মালিক বলেন, কিছু বুঝে উঠার আগেই আলহামদুলিল্লাহ্ ইন্জিনিয়ারিং ওয়ার্ক শপে আগুন দেখতে পাই, বৈদ্যুতিক ঝালাই করতে গিয়ে ফ্যানের সাথে তার লেগে শর্ট সার্কিটের থেকে আগুনের সুত্রপাত হয়।
সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি চুন্নু বিশ্বাস বলেন, সকাল সোয়া ১১ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে পাঁচটি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রিন্ট