ফরিদপুরের নগরকান্দায় একই রাতে সরকারি ৪ টি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানাগেছে সোমবার দিবাগত রাতে উপজেলার প্রাথমিক শিক্ষা ভবনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোতলায় শিক্ষা অফিসারের ও অফিস সহকারীর কক্ষের আলমারীর তালা ভেঙ্গে ফাইল পত্র তছনছ করে।
এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, আনছার ও ভিডিপি কার্যালয় ও সহকারী সেটেলমেন্টের কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতলের প্রবেশ করে। কার্যালয়ের বিভিন্ন আলমারীর তালা ভেঙ্গে ফাইল পত্র তছনছ করে। তবে এ ঘটনায় গুরুত্বপূর্ণ কোন জিনিস চুরি হয়নি বলে অফিস প্রধানরা জানিয়েছেন।
থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসান মাহমুদ রাসেল বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্ষ্কৃতিকারীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।