ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রমত্তা গড়াই নদীতে শুষ্ক মৌসুমে পানি শূন্য ! Logo সংস্কারের অভাবে ভাঙা সেতু দিয়ে চলছে যানবাহন Logo দৌলতপুরে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার Logo আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল Logo ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫ Logo সমাজসেবার বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল Logo তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী Logo খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এমপি আব্দুর রউফ Logo লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক Logo গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রলির সংঘর্ষে নিহত ১ আহত ৪
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নড়াইলের নড়াগাতীতে জিম্মি অর্ধশত পরিবার

নড়াইলের নড়াগাতী থানার চরসিঙ্গাতী গ্রামে অর্ধশত পরিবার স্বাধীন দেশে পরাধীনভাবে জীবন যাপন করছে বলে অভিযাগ পাওয়া গেছে। এলাকার প্রভাবশালীরা দুই বছর আগের একটি হত্যার দায় পরিবারগুলোর কাঁধে চাপিয়ে তাদের গ্রামছাড়া করে জমিজায়গা দখল করে নিতেই প্রতি নিয়ত হুমকি, ভয়ভীতি প্রদান, হাট-বাজারসহ স্বাভাবিক কাজকর্মে যাতায়াত, সন্তানদের স্কুল লেখাপড়া, এমনকি বিদ্যুৎ সংযোগ পেতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
কার্যাত তাদরকে অবরুদ্ধ করে রাখছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসব বিষয় বিভিন্ন সময় ভুক্তভোগীরা প্রশাসনের দ্বারস্থ হয়েও প্রতিকার না পাওয়ার দাবি করলে পুলিশ বলেছে এ সংক্রান্ত কোনো অভিযাগ নিয়ে কেউ আসেনি।
সরেজমিন অভিযোগ অনুসন্ধানে সংবাদকর্মীরা চরসিঙ্গাতী গ্রামের পশ্চিম পাড়ায় পৌঁছালে সেখানে আবালবৃদ্ধ বনিতা সংবাদকর্মীদের ঘিরে সমবেত হয়ে নিজেদের দুর্দশাগ্রস্ত অনিশ্চিত জীবনের বর্ণনা তুলে ধরেন। তাদের সবারই শুষ্ক বিবর্ণ অবয়ব। চোখেমুখে ভর করে থাকা আতঙ্ক উৎকন্ঠাই বলে দিচ্ছিল ভালো নেই তারা।
এসময় তারা জানান, মধুমতির ভাঙ্গনে ভিটামাটি হারিয়ে চারদশক আগে নিজেদের আদি নিবাস সিঙ্গাতী গ্রামের বিপরীত পারের চরসিঙ্গাতী এসে বসতি গাড়েন তারা। সেই থেকে দিন ভালোই কাটছিল তাদের, কিন্তু বছর দুই আগে আসাদুজ্জামান টিটো শরীফ নামে এলাকার এক বিত্তশালী দুর্বৃত্তদের হাতে খুন হলে চরম দুর্ভোগ নেমে আসে এখানকার চৌধুরী, মাল্যাসহ ৩/৪টি বংশের অন্তত অর্ধশত পরিবারে। ঐ হত্যাকান্ডে তাদের দোষারোপ করে ইয়াছিন শরিফ, আশিক শরিফ, কাওসার, জাবের, দুলালের নেতৃত্বে প্রভাবশালীরা পরিবারগুলোকে গ্রাম ছাড়া করে তাদের ভিটামাটি গ্রাসের মিশনে নামে। ঐ হত্যাকান্ডে আসামী করা হয় ৩০জনকে। বাড়িঘর হামলা লুটপাটসহ শুরু হয় ভয়াবহ অত্যাচার।
ধারাবাহিক এ নির্যাতনে গত দু’বছরে অন্তত ২০টি পরিবার বাধ্য হয় গ্রাম ছাড়তে। যারা ভিটমাটির মায়ায় আজো পড়ে আছে, এক প্রকার অবরুদ্ধ অবস্থায় নিদারুন কষ্টে দিন কাটছে তাদের। এই আতঙ্কগ্রস্ত অনিশ্চয়তার অন্ধকার থেকে মুক্ত হয়ে স্বভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন তারা।
এদিকে, কথা হয় যাদের বিরুদ্ধে অভিযাগ সেই শরিফ পক্ষের নেতৃত্বদানকারি ইয়াছিন শরিফ, কওসারের সঙ্গে তাদের দাবি,  চৌধুরীরা টিটো শরিফের খুনি হওয়া সত্বেও তাদের উপর অত্যাচার নির্যাতন দুরে থাক স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রকার প্রতিবন্ধকতার অভিযাগ ভিত্তিহীন।
অন্যদিকে, চরসিঙ্গাতী গ্রামে অত্যাচার নির্যাতনের কোনো অভিযাগ নিয়ে কেউ কখনো আসেনি এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে নড়াগাতী থানার অফিসার ইনচার্য রোকসানা খানম বলেন, ব্যাক্তি স্বাধীনতার পরিপন্থি কোনো বেআইনি কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রমত্তা গড়াই নদীতে শুষ্ক মৌসুমে পানি শূন্য !

error: Content is protected !!

নড়াইলের নড়াগাতীতে জিম্মি অর্ধশত পরিবার

আপডেট টাইম : ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
নড়াইলের নড়াগাতী থানার চরসিঙ্গাতী গ্রামে অর্ধশত পরিবার স্বাধীন দেশে পরাধীনভাবে জীবন যাপন করছে বলে অভিযাগ পাওয়া গেছে। এলাকার প্রভাবশালীরা দুই বছর আগের একটি হত্যার দায় পরিবারগুলোর কাঁধে চাপিয়ে তাদের গ্রামছাড়া করে জমিজায়গা দখল করে নিতেই প্রতি নিয়ত হুমকি, ভয়ভীতি প্রদান, হাট-বাজারসহ স্বাভাবিক কাজকর্মে যাতায়াত, সন্তানদের স্কুল লেখাপড়া, এমনকি বিদ্যুৎ সংযোগ পেতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
কার্যাত তাদরকে অবরুদ্ধ করে রাখছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসব বিষয় বিভিন্ন সময় ভুক্তভোগীরা প্রশাসনের দ্বারস্থ হয়েও প্রতিকার না পাওয়ার দাবি করলে পুলিশ বলেছে এ সংক্রান্ত কোনো অভিযাগ নিয়ে কেউ আসেনি।
সরেজমিন অভিযোগ অনুসন্ধানে সংবাদকর্মীরা চরসিঙ্গাতী গ্রামের পশ্চিম পাড়ায় পৌঁছালে সেখানে আবালবৃদ্ধ বনিতা সংবাদকর্মীদের ঘিরে সমবেত হয়ে নিজেদের দুর্দশাগ্রস্ত অনিশ্চিত জীবনের বর্ণনা তুলে ধরেন। তাদের সবারই শুষ্ক বিবর্ণ অবয়ব। চোখেমুখে ভর করে থাকা আতঙ্ক উৎকন্ঠাই বলে দিচ্ছিল ভালো নেই তারা।
এসময় তারা জানান, মধুমতির ভাঙ্গনে ভিটামাটি হারিয়ে চারদশক আগে নিজেদের আদি নিবাস সিঙ্গাতী গ্রামের বিপরীত পারের চরসিঙ্গাতী এসে বসতি গাড়েন তারা। সেই থেকে দিন ভালোই কাটছিল তাদের, কিন্তু বছর দুই আগে আসাদুজ্জামান টিটো শরীফ নামে এলাকার এক বিত্তশালী দুর্বৃত্তদের হাতে খুন হলে চরম দুর্ভোগ নেমে আসে এখানকার চৌধুরী, মাল্যাসহ ৩/৪টি বংশের অন্তত অর্ধশত পরিবারে। ঐ হত্যাকান্ডে তাদের দোষারোপ করে ইয়াছিন শরিফ, আশিক শরিফ, কাওসার, জাবের, দুলালের নেতৃত্বে প্রভাবশালীরা পরিবারগুলোকে গ্রাম ছাড়া করে তাদের ভিটামাটি গ্রাসের মিশনে নামে। ঐ হত্যাকান্ডে আসামী করা হয় ৩০জনকে। বাড়িঘর হামলা লুটপাটসহ শুরু হয় ভয়াবহ অত্যাচার।
ধারাবাহিক এ নির্যাতনে গত দু’বছরে অন্তত ২০টি পরিবার বাধ্য হয় গ্রাম ছাড়তে। যারা ভিটমাটির মায়ায় আজো পড়ে আছে, এক প্রকার অবরুদ্ধ অবস্থায় নিদারুন কষ্টে দিন কাটছে তাদের। এই আতঙ্কগ্রস্ত অনিশ্চয়তার অন্ধকার থেকে মুক্ত হয়ে স্বভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন তারা।
এদিকে, কথা হয় যাদের বিরুদ্ধে অভিযাগ সেই শরিফ পক্ষের নেতৃত্বদানকারি ইয়াছিন শরিফ, কওসারের সঙ্গে তাদের দাবি,  চৌধুরীরা টিটো শরিফের খুনি হওয়া সত্বেও তাদের উপর অত্যাচার নির্যাতন দুরে থাক স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রকার প্রতিবন্ধকতার অভিযাগ ভিত্তিহীন।
অন্যদিকে, চরসিঙ্গাতী গ্রামে অত্যাচার নির্যাতনের কোনো অভিযাগ নিয়ে কেউ কখনো আসেনি এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে নড়াগাতী থানার অফিসার ইনচার্য রোকসানা খানম বলেন, ব্যাক্তি স্বাধীনতার পরিপন্থি কোনো বেআইনি কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।