কুষ্টিয়ার দৌলতপুরে ১৭০ বোতল ফেনসিডিলসহ মো. সুরুজ মন্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) রাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুষ্টিয়ার কর্মকর্তারা।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মোহাম্মদ শহীদুল মান্নাফ কবীর জানান, ইন্সপেক্টর মো. বেলাল হোসেনের নের্তৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে মো. সুরুজ মন্ডলকে আটক করা হয়।
এসময় তার বসতবাড়ি থেকে একটি প্লাস্টিক বস্তায় ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মো. সুরুজ মন্ডল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে।
আটককৃত সুরুজ মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ ধারার ১ সারণির ১৪(গ) এ একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
প্রিন্ট