কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আজ মঙ্গলবার ১০আগষ্ট সকাল ১০টার সময় উপজেলা হলরুমে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোকসোনা খাতুন।
ভেড়ামারা পৌরসভা মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম আনছার আলী, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ নুরুল আমীন ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনএর কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।
প্রিন্ট