সেলিম সানোয়ার পলাশঃ
হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে শ্রেনী ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির একটি দল, ৮ম শ্রেণির একটি দল, ৯ম শ্রেণির একটি দল ও ১০ম শ্রেণির একটি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় ৮ম শ্রেণি ও ১০ম শ্রেণি মুখোমুখি হয়। ফাইনাল খেলা ট্রাইবেকারের মধ্যে দিয়ে শেষ হয়। ট্রাইবেকারে ৮ম শ্রেণি ১ গোল ও ১০ম শ্রেণি ৫ গোল করে বিজয় অর্জন করে।
খেলায় মুল রেফারি দায়িত্ব পালন করে সহকারী শিক্ষক আক্তারুজ্জামান রুবেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রোউফ দিলিপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ।
আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মেসবাহ উদ্দিন, মৌওলানা শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, কামরুন নাহার, মমতাজ বেগম, বিলকিস পারভীন, রতন চন্দ্র পাল, আনারুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রিন্ট