মোঃ অহিদ সাইফুলঃ
ঝালকাঠির রাজাপুরে ২য় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক তরুনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত তরুনকে স্থানীয়দের সহায়তায় তার এলাকা থেকে আটক করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত তরুনের নাম মো. রেজাউল হাওলাদার (২০)। সে উপজেলার সাতুরিয়া এলাকার মো. খলিল হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানিয়রা জানায়, অভিযুক্ত রেজাউল ও শিশুটির বাড়ি একই এলাকায়। শিশুটি স্কুল ছুটির পরে নিজ বাড়ি ফিরতে অভিযুক্তর বসতঘরের সামনে থেকে যাচ্ছিল। এ সময় অভিযুক্ত রেজাউল শিশুটির হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করে। ঐ সময় বাহিরে বৃষ্টি হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত রেজাইলকে পাকরাও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, শিশুটি চিকিৎসাধীন রয়েছে। আগামিকাল বুধবার ফরেনসিক রিপোর্ট ও জবানবন্দী গ্রহন করতে তাকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শিশু ধর্ষণ আইনে একটি মামলা দিয়েছে। আসামি গ্রেপ্তার রয়েছে।
প্রিন্ট