আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের পুলের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন চালক সম্রাট আহমেদ (২০)। সে উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে। সোমবার (২৮-০৭-২০২৫) রাত সাড়ে ৯টায় হাবাসপুর এলাকায় ঘটনা ঘটে।
তার সাথে থাকা একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(২২) ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান। তিনি জানান,তাদের মাথায় হিলমেট ছিলনা।
উপজেলার মিরগঞ্জ মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে তারা বাড়িতে ফিরছিলেন।
মঙ্গলবার (২৯-০৭-২০২৫) সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে সম্রাট আহমেদকে দাফন করা হয়েছে। বিষয়টা নিশ্চিত করেছেন নিহতের নিকট আত্নীয় শিক্ষক মাহফুজুর রহমান। তিনি জানান,গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় ১হাত দিয়ে চোখে পড়া পানি মুছছিল। এসময় বিদ্যুতের পুলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে চারঘাট হাসপাতালে নেয়ার পথে মারা যায়। শোকে স্তব্দ নিহত সম্রাট আহমেদের স্ত্রী ও মা-বাবা স্বজনরা।
নিহতের সহোদর বড় ভাই রমজান আলী জানান, তার ২টা সন্তান আছে। ৩ বছর আগে একই গ্রামের লাকি বেগমেরর সাথে বিয়ে করেন। অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান,বিষয়টি জেনেছেন। যেহেতু নিজে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে,সে কারণে কোন অভিযোগ করেনি।
প্রিন্ট