ইসমাইল হােসেন বাবুঃ
পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে এসব বীজ বিতরণ করা হয়। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার মাে.রফিকুল ইসলাম। ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেড়ামারা কৃষি কর্মকর্তা আশফাকুর রহমান।
গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা হলো কৃষকদের গ্রীষ্মকালে পেঁয়াজ চাষে উৎসাহিত করার জন্য সরকারের একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
প্রধান অতিথি ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার মাে.রফিকুল ইসলাম বলেন, এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো- পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা, পেঁয়াজের ঘাটতি মোকাবেলা ও অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। প্রণোদনা বিতরণের পাশাপাশি, কৃষকদের পেঁয়াজ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাও প্রদান করা হবে।
প্রিন্ট