মোঃ অহিদ সাইফুলঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ইউরোপের তিন দেশে কমিটি ঘোষণা করেছে। গত শনিবার (২৬ জুলাই) দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত এসব কমিটি ঘোষণা করা হয়েছে ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে। জার্মানিতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক এবং তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
ফ্রান্সে চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক এবং মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
ফিনল্যান্ডে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গর্বিত সন্তান মো. আহাদ শিকদারকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা—নাহিদ ইসলাম ও আখতার হোসেন—এই দলের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্র আন্দোলনের সূত্র ধরে গড়ে ওঠা এনসিপি নিজেকে দেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে দাবি করে আসছে।
নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে এনসিপি।
প্রিন্ট