জয়পুরহাটের ক্ষেতলালে দেওগ্রাম খুশির মোড়ে মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার (৯ আগষ্ট) দুপুর ১২ টায় ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের দেওগ্রাম খুশির মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দেওগ্রাম হাজিপাড়া গ্রামের হাফিজুর রহমান ( ৪৮) বাড়ী হতে বাইসাইকেল যোগে চৌমুহনী বাজার যাওয়ার পথে ক্ষেতলাল টু আক্কেলপুর রোডে উঠার সময় ক্ষেতলালে হতে আক্কেলপুরগামী একটি মোটরসাইকেলের সাথে বাইসাইকেলটির ধাক্কা লাগে এতে বাই সাইকেলের চালক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
নিহত বাইসাইকেল চালক হাফিজুর রহমান উপজেলার দেওগ্রাম হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেলের চালক নিহত হয়েছে। মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি এবং নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি।
প্রিন্ট