ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট Logo নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ৭ Logo বাঘায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লিটন সহ রাজনৈতিক মামলায় গ্রেপ্তার-২ Logo মৌলভী বাজার জেলা ছাত্র লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বেনাপোল ইমিগ্রেসনে আটক Logo সদরপুরে ইজিবাইকের চাপায় প্রাণ গেল ২য় শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থীর Logo বালিয়াকান্দিতে মসজিদের ইমামের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ Logo ফরিদপুরে প্রাইভেট স্কুল সমন্বয়ে পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo ঢাকায় বিমান দুর্ঘটনার ছাত্র-ছাত্রী নিহত ও আহাতের ঘটনায় বেনাপোলের কাগজপুকুর বাজারে দোয়া মাহফিল Logo লালপুরে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় প্রধান আসামি আটক Logo কুষ্টিয়ায় এক বছরে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে হিরোইন পাচার, যুবক আটক

সেলিম সানোয়ার পলাশঃ

 

রাজশাহীর গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে অভিনব কৌশলে হিরোইন পাচারের সময় ৩০০ গ্রাম হিরোইনসহ এক যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের একজন পলাতক রয়েছে।
আটক যুবকের নাম মোঃ মাহবুর রহমান (২১), পিতা মৃত মাইনুল হোসেন। পলাতক আসামি মোঃ সমিরুল ইসলাম (২২), পিতা মোঃ আওয়াল হোসেন। দুজনের বাড়ি গোদাগাড়ী থানার চর আমতলী খাস মহল এলাকায়।

 

জানা গেছে, সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযান পরিচালনা করেন এসআই রুহুল আমিন শামীম নেতৃত্বে একটি পুলিশ টিম। এ সময় সন্দেহভাজন হিসেবে মাহবুর রহমানকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পায়ে থাকা স্যান্ডেলের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আটককৃত মাহবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পলাতক আসামি সমিরুল ইসলামের সহযোগিতায় হিরোইন পাচার করছিলেন। পুলিশ পলাতক আসামি সমিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

 

ওসি আরও জানান, উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

 

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পদ্মা নদী ঘেঁষা এলাকায় মাদক চোরাচালান বেড়েই চলেছে। স্থানীয় ও সীমান্ত এলাকার কিছু চক্র অভিনব কৌশলে মাদক পাচারের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় মাদক বিস্তার করছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

error: Content is protected !!

গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে হিরোইন পাচার, যুবক আটক

আপডেট টাইম : ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

সেলিম সানোয়ার পলাশঃ

 

রাজশাহীর গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে অভিনব কৌশলে হিরোইন পাচারের সময় ৩০০ গ্রাম হিরোইনসহ এক যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের একজন পলাতক রয়েছে।
আটক যুবকের নাম মোঃ মাহবুর রহমান (২১), পিতা মৃত মাইনুল হোসেন। পলাতক আসামি মোঃ সমিরুল ইসলাম (২২), পিতা মোঃ আওয়াল হোসেন। দুজনের বাড়ি গোদাগাড়ী থানার চর আমতলী খাস মহল এলাকায়।

 

জানা গেছে, সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযান পরিচালনা করেন এসআই রুহুল আমিন শামীম নেতৃত্বে একটি পুলিশ টিম। এ সময় সন্দেহভাজন হিসেবে মাহবুর রহমানকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পায়ে থাকা স্যান্ডেলের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আটককৃত মাহবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পলাতক আসামি সমিরুল ইসলামের সহযোগিতায় হিরোইন পাচার করছিলেন। পুলিশ পলাতক আসামি সমিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

 

ওসি আরও জানান, উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

 

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পদ্মা নদী ঘেঁষা এলাকায় মাদক চোরাচালান বেড়েই চলেছে। স্থানীয় ও সীমান্ত এলাকার কিছু চক্র অভিনব কৌশলে মাদক পাচারের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় মাদক বিস্তার করছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে।


প্রিন্ট