সেলিম সানোয়ার পলাশঃ
রাজশাহীর গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতরে অভিনব কৌশলে হিরোইন পাচারের সময় ৩০০ গ্রাম হিরোইনসহ এক যুবককে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের একজন পলাতক রয়েছে।
আটক যুবকের নাম মোঃ মাহবুর রহমান (২১), পিতা মৃত মাইনুল হোসেন। পলাতক আসামি মোঃ সমিরুল ইসলাম (২২), পিতা মোঃ আওয়াল হোসেন। দুজনের বাড়ি গোদাগাড়ী থানার চর আমতলী খাস মহল এলাকায়।
জানা গেছে, সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফুলতলা ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযান পরিচালনা করেন এসআই রুহুল আমিন শামীম নেতৃত্বে একটি পুলিশ টিম। এ সময় সন্দেহভাজন হিসেবে মাহবুর রহমানকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পায়ে থাকা স্যান্ডেলের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আটককৃত মাহবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পলাতক আসামি সমিরুল ইসলামের সহযোগিতায় হিরোইন পাচার করছিলেন। পুলিশ পলাতক আসামি সমিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
ওসি আরও জানান, উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পদ্মা নদী ঘেঁষা এলাকায় মাদক চোরাচালান বেড়েই চলেছে। স্থানীয় ও সীমান্ত এলাকার কিছু চক্র অভিনব কৌশলে মাদক পাচারের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকায় মাদক বিস্তার করছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছে।
প্রিন্ট