ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার অস্থাই প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আবুল কাশেম শিকদার, শেখ মতিউর রহমান, কাশেম মোল্যা, আমীন খান ও শাহজাহান খান প্রমূখ।
এছাড়া একই দিন বেলা ১২টার দিকে পরিষদ সভাকক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার জানান সেলাই কাজে প্রশিক্ষন প্রাপ্ত অসহায়,দরিদ্র ও অসচ্ছল ৬ নারীকে ৬টি সেলাই মেশিন বিতরন করা হয়। যা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত।
প্রিন্ট