ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৫৬ জন শিশু শিক্ষার্থী পেল শিক্ষাপোকরণ। রবিবার (৮ আগস্ট) বোয়ালমারী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত আশ্রয়ণ প্রকল্প-২ এর উদ্যোগে এই শিক্ষাপোকরণ দেয়া হয়েছে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এসব শিশু শিক্ষার্থীর প্রত্যেককের হাতে একটি স্কুল ব্যাগ, ৬টি খাতা, ২টি সাবান, একটি জ্যামিতি বক্স, এক বক্স পেন্সিল এবং এক প্যাকেট মাস্ক তুলে দেন।
বোয়ালমারী পৌরসভার ‘আদিবাসী আদর্শ জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতি’র ২০ জন, ঘোষপুর ইউনিয়নের ‘বাহিরনগর আদিবাসী শিক্ষার্থী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি’র ১৮ জন এবং উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ‘কমলেশ্বরদী মাহাতো পাড়া আদিবাসী কল্যাণ সমিতি’র ১৮ জন মোট ৫৬ ক্ষুদ্র নৃতাত্ত্বিক শিশু শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষাপোপকরণ বিতরণ করা হয়।
প্রিন্ট