হানিফ উদ্দিন সাকিবঃ
হাতিয়ায় ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আলা উদ্দিন বলেন,
“জুলাই আন্দোলন ছিল এক ভীষণ গুরুত্বপূর্ণ ও ভয়াবহ সময়। বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা আন্দোলন থেকেই মূলত এই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়, যা শুরু হয়েছে ২০১৮ সাল থেকে। অধিকার আদায়ের এই আন্দোলন যদি ছাত্ররা না করতেন, তাহলে পুরো জাতি হয়তো এক অজানা অন্ধকারে নিমজ্জিত হতো।”
তিনি আরও বলেন,
“১৬ জুলাই আবু সাঈদসহ ছয়জন নিহত হওয়ার পর ছাত্র-জনতা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। সরকারি গেজেটে ৮৩৪ জন শহীদের নাম প্রকাশিত হয়। সারা দেশের মতো হাতিয়াতেও মাহমুদুল হাসান রিজভী ও মো. রিটন উদ্দিন ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হন। এখানে শহীদ রিটনের বাবা উপস্থিত আছেন। পিতার কাঁধে সন্তানের লাশ কত ভারী, তা কেবল পিতারাই বোঝেন। সকল শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আমাদের বৈষম্যমুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। তাহলেই শহীদের রক্তের যথার্থ সম্মান দেখানো হবে।”
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তব্য প্রদান করেন পৌর জামায়াতে ইসলামীর ২নং ওয়ার্ডের সহ-সম্পাদক মাওলানা মো. হেলাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন:
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি’র সাবেক উপজেলা সেক্রেটারি খোন্দকার আবুল কালাম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রানী সরকার
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেদ
হাতিয়া থানা ওসি (তদন্ত) মো. আনিছুর রহমান
বিএনপি নেতা নিজাম উদ্দিন চৌধুরী
কাজী আবদুর রহিম
পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম
সমাজসেবক আবদুল কাদের
ছাত্র প্রতিনিধি আশিক এলাহী
প্রিন্ট