ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান: নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি ধ্বংস

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা। বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ১২০০ মিটার কারেন্ট জাল ও ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।

 

জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য অফিসের সহকারী নাহিদ ইসলাম ও তরিকুল ইসলাম এবং চরভদ্রাসন থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

 

অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৪, ৫ ও ৭ অনুযায়ী বিধিমোতাবেক তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল

error: Content is protected !!

চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান: নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি ধ্বংস

আপডেট টাইম : ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা। বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ১২০০ মিটার কারেন্ট জাল ও ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।

 

জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য অফিসের সহকারী নাহিদ ইসলাম ও তরিকুল ইসলাম এবং চরভদ্রাসন থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

 

অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৪, ৫ ও ৭ অনুযায়ী বিধিমোতাবেক তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


প্রিন্ট