আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা। বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ১২০০ মিটার কারেন্ট জাল ও ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য অফিসের সহকারী নাহিদ ইসলাম ও তরিকুল ইসলাম এবং চরভদ্রাসন থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৪, ৫ ও ৭ অনুযায়ী বিধিমোতাবেক তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫