শনিবার (৭ আগস্ট) অনলাইন মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান।
এ সময় বিসিকের কুষ্টিয়ার জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন- কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী মো. রবিউল ইসলাম, সহ সভাপতি এসএম কাদেরী শাকিল, বিসিক আঞ্চলিক পরিচালক (খুলনা) কাজী মাহবুবুর রশিদ, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার ও উইম্যান অ্যান্ড ই-কমার্সের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা।
অনলাইনে আজ থেকে শুরু হওয়া মেলা চলবে ২২ আগস্ট পর্যন্ত।
১৫ দিনব্যাপী অনলাইন মেলার উদ্বোধন শেষে বিসিক চেয়ারম্যান দ্বিতীয় অনলাইন মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১৫ জন উদ্যোক্তাকে নিবন্ধন সনদ প্রদান করেন। এরপর বিসিক চেয়ারম্যান মুজিববর্ষ ও জাতীয় শোকদিবস পালনের অংশ হিসেবে কুষ্টিয়া বিসিক কার্যালয়ে বৃক্ষরোপণ করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বিসিকই একমাত্র উদ্যোক্তা তৈরি করে। করোনা মহামারিতে জাতির ক্রান্তিলগ্নে বিসিক দেশের শিল্প-বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখতে অনলাইন মেলার ওপর জোর দিয়েছে, যাতে উদ্যোক্তারা তাদের পণ্য খুব সহজেই বাজারজাত করতে পারেন।
মেলা উদ্বোধন শেষে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান কুষ্টিয়াতে ৫০০ একর জায়গায় বিসিক শিল্প পার্ক স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে কুমারখালীর আলাউদ্দিন নগর এলাকা পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সঙ্গে ছিলেন।
প্রিন্ট